বিএনপি জামায়েতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা যুবজোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিএনপি জামায়েতের হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা যুবজোট বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করে।
মৌলভীবাজার চৌমোহনা টিসি মার্কেটস্থ জাসদ অফিস থেকে জাতীয় যুবজোটের বিক্ষোভ মিছিল ঢাকা সিলেট রোড কুসুমভাগ হয়ে চৌমোহনায় এক পথ সভায় মিলিত হয়।
জেলা যুবজোট সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে জেলা যুবজোট সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোস্তাক চৌধুরী, মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক ও জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল।
সভায় জেলা জাসদ সভাপতি আব্দুল হক বলেন বিএনপি জামায়েত জোট দেশে হরতাল অবরোধ এর নামে দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করে জ¦ালাও পোড়াও করে দেশকে অচল করতে চায়। তারা দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আনন্দোলন গড়ে তোলতে হবে। বিএনপি জামাত দেশের স্বাধীনতা ও স্বার্ভভূমত্বের জন্য হুমকি। এদের ছাড় দেওয়া যাবে না।