৭টি মামলা দায়ের, মৌলভীবাজারে ৫৬ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইন ও পুলিশ এস্যল্ট মামলায় গেল ২৮ শে অক্টোবর থেকে ৯ নভেম্বও বৃহস্পতিবার পর্যন্ত মৌলভীবাজার জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে মোট ৫৬ জন বিএনপি-জামায়াতের নেতা-কমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামকে বুধবার সদর উপজেলার শমসেরগঞ্জ হতে ও জেলা সেচ্ছাসেবকদল নেতা আব্দুল হাই পিকলুসহ মোট ১১জনকে বৃস্পতিবার আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার জেলা পুলিশের এক সূত্র থেকে আরো বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন ও পুলিশ এস্যল্ট দেখিয়ে এ পর্যন্ত ৭ টি মামলা হয়েছে।
এদিকে মৌলভীবাজার সদর মডেল থানা জানিয়েছে, এ পর্যন্ত অভিযান চালিয়ে ২৫ জন বিএনপি-জামায়াত নেতা- কর্মীকে আটক করেছে তারা। সব মিলেয়ে জেলা জুড়ে আটকের সংখ্যা দাড়ালো ৫৬ জন।
জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএিম (বার) জানিয়েছেন, বিএনপি-জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর। আমরা মানুষের জানা-মাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা কোন দুষ্কৃতিকারীকে জেলায় অপকর্ম করতে দেবোনা।
এদিকে মৌলভীবাজার জেলাজুড়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান’র জ্যেষ্ঠপুত্র ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
গণমাধ্যমে দেয়া এম নাসের রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ীতে বিনাকারণে পুলিশী অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে। নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
নাসের রহমান বলেন, এ অবৈধ শাসক গোষ্ঠী ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর ভয়াবহ দুঃশাসন জারি রাখতে চায়। এ উদ্দেশ্যকে সামনে রেখে তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, জনগনকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। গণবিচ্ছিন্ন এ অবৈধ সরকারের অন্যায় আদেশ মানতে আপনারা বাধ্য নন। তাই জনগণের সেবক হওয়ার চেষ্টা করুন।
শান্তির শহর মৌলভীবাজারের শান্তি বিনষ্ট যাতে না হয় সে আহবান জানিয়ে নাসের রহমান বলেন,বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দল গুলো দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে যাচ্ছে। কোনো দমন-পীড়ন চালিয়ে চলমান আন্দোলন দমানো যাবে না। এদিকে সদর উপজেলা জামায়াতের এক নেতা জানান, গেল ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের ১৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে আটক অভিযান বন্ধসহ গ্রেফতারকৃদের দ্রুত মুক্তির দাবী জানান।
এদিকে জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএিম (বার) বুধবার এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদককে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে যাদের দুষ্কর্ম দেখছি, তাদের আটক করছি। এর বাহিরে কিছু না। তিনি বলেন, আইনশৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়িত যারা তাদের সাথে আটক করি”।