দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণার পর স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে ১৫ নভেম্বর সন্ধ্যায় নেতা কর্মিরা আনন্দ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম সিআইপি সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনতে সকল নেতাকর্মীরা।
সহ অন্যান্যরা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।